রাগ নিয়ন্ত্রণ করা
রাগ নিয়ন্ত্রণ করা
খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। সে খুব সামান্য কারণেই রেগে যেত । তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে । প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো । পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো , এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো, 'তুমি খুব ভালভাবে তোমার কাজ সম্পন্ন করেছো, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে তুমি যেন একটি পেরেক ঠুকলে পরবর্তিতে যদি তুমি তোমার কথা ফিরিয়েও নাও তখনও তার মনে ঠিক এমন একটা আচড় থেকে যায়। তাই নিজের রাগতে নিয়ন্ত্রন করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।
ReplyDeleteHey guys,
I’m so excited.
contact: Unityspelltemple@gmail.com for Love spell to get your Man Back from Another Woman or get your Boyfriend/girlfriend back forever.
My Ex-boyfriend left me 7 weeks ago after, I tried ALMOST EVERYTHING to restore my relationship and I was disappointed. None was working out, A week later I saw Dr. Unity website and after I contact Dr. Unity for help, everything automatically change, my sadness became joy, smile was all over my face, everything happened very FAST and the result was effective. Dr Unity is the ONLY spell caster who i had success with, my boyfriend called me and said he wanted us to come back and also want to marry me. he came back to me begging me to accept him back and this happened Due to the help of Dr. Unity. I Am so happy that I have my boyfriend back. Contact Dr. Unity now for an urgent and fast love spell to win your relationship back..
Here’s his contact
Call/WhatsApp: +2348071622464 ,
Email: Unityspelltemple@gmail.com ,
Website:https://unityspelltmple.blogspot.com .
I do not have such a problem. I have a wife.
ReplyDeleteThank You.